Sunday, December 17, 2023

হোমিও মেডিসিন খেলে কি শরীর ফুলে/ শরীরে পানি ধরে?

- উত্তর অবশ্যই না। আজকাল প্রায় হোমি ডাক্তার হোমিওর সাথে বিভিন্ন স্টেরয়েড, ইউনানি, অ্যালোপ্যাথি এক সাথে দেওয়ার ফলে কিডনী ক্ষতিগ্রস্থ হচ্ছে, যার ফলে শরীর ফুলে যাচ্ছে। এসব উল্টাপাল্টা ঔষধ ব্যবহারের কারণে সাময়িক কিছুটা উপকার হলেও বা একিউট কিছু লক্ষণ/ কষ্ট দূরভীত হলেও দীর্ঘমেয়াদে জটিল অন্য লক্ষণ/ অসুখ শরীরে বাসা বাঁধে। যেমন কেউ হয়ত বাত ব্যথা নিয়ে এমবিবিএস ডাক্তারের নিকট গেল; ডাক্তার তাকে লক্ষণভেদে কম ক্ষতি সম্পন্ন ব্যথার ঔষুধ দিল। একজন বিশেষজ্ঞ ভালো ডাক্তার কখনোই একজন রুগীকে ব্যথা নাশক উচ্চ পাওয়ারের ঔষধ দীর্ঘদিন দেন না; কারণ তাঁরা এর ক্ষতি সম্পর্কে জানেন। অন্য দিকে একজন হোমিও নামধারী ডাক্তার একজন বাত ব্যথার রোগীকে একটি হোমিও ঔষুধ, একটি ইউনানী ঔষুধ ও একটি অ্যালোপ্যাথির ব্যথার ঔষধ ( বিশেষ করে ডেক্সামেথাসন ও অন্যান্য স্টেরয়েড ) দেয়। যার কারণে রুগী ফুলে যায়। এসব ডাক্তারের ঔষুধ খেয়ে রুগী সাময়িক উপশম বোধ করে এবং ডাক্তারের প্রশংসায় পঞ্চমুখ হয়। কিন্তু এসব ডাক্তারের ভন্ডামী রুগী ধরতে পারে কখন? যখন রুগী ঔষুধ খেতে খেতে ফুলে যায় বা ঔষুধ আর কাজ করে না খেতে খেতে ক্লান্ত হয়ে যায় কিন্তু অসুখ ভালো হয় না।
আজকাল কিছু নোংরা হোমিওপ্যাথ রুগীকে বলে হোমিও ঔষুধে কিছুটা ফুলতে পারে যা একটি মিথ্যা ও বায়োনাট কথা, এসব কথা যে হোমিও ডাক্তার বলে সে অবশ্যই একজন ফ্রড বা মিথ্যুক ডাক্তার, হোমিও সম্পর্কে তার নূন্যতম জ্ঞান নেই, বাজে ঔষুধ দিয়ে সাময়িক উপশম দেয়ার নামে নিজের পকেট ভর্তি করায় এদের কাজ, রুগীর কি ক্ষতিটা হলো এনিয়ে তাদের মাথা ব্যথা নাই । বর্তমানে ৯৫% হোমিও ডাক্তার প্যাটেন্ট ব্যবসায়ী; না হয় আপনার এলাকায় দেখুন হঠাৎ করে একজন বিশাল বড় মাপের হোমিওপ্যাথি ডাক্তার যার না আছে কোন হোমিও ডিগ্রী না আছে এনাটমী ফিজিওলজির জ্ঞান অথচ সে ডাক্তার; ডাক্তারী কি এতই সহজ? এরা মানুষকে হোমিও দিবো বলে কি কি খাওয়াচ্ছে সেটা আমরাই জানি, আজকেই দেখলাম একজন নামধারী হোমিও ডাক্তার একজন রুগীকে একসাথে একটা হোমিও, একটা ইউনানী ব্যথার, মালিশ তেল ও ডেক্সামেথাসন দিয়েছে, এসব ডাক্তারের যোগ্য শাস্তি একমাত্র পরকালেই সম্ভব। ক্ল্যাসিক্যাল হোমিওপ্যাথিতে কোন দিন সিঙ্গেল একটা রুগীকে ফুলতে দেখি নি। বাজে ঔষধের ক্ষতি নিয়ে আরেকদিন লিখবো ইনশাআল্লাহ। আজকাল কিছু এলোপ্যাথি ডাক্তার রুগীকে বলেন হোমিও ঔষুধ কখনো খাবেন না, এটি রুগীকে ফুলিয়ে দেয় আরো অন্য ক্ষতি করে ইত্যাদি ইত্যাদি। আসলে তাদের কথা একেবারে ফেলে দেবার নয়, কারণ বাজে হোমিওপ্যাথে বাজার সয়লাব, তাদের কারণে রুগীর বারোটা বেজে যাচ্ছে। অ্যালোপ্যাথি ডাক্তারদের জ্ঞাতার্থে বলতে চাই--এসব নোংরা হোমিওপ্যাথ দিয়ে হোমিওকে মাপবেন না; হোমিও প্যাথিকে মাপুন একজন ক্ল্যাসিক্যাল হোমিও প্যাথ দ্বারা যারা সিঙ্গেল মেডিসিন ব্যবহার করে, কোন প্রকার প্যাটেন্ট,সিরাপ ব্যবহার করেন না। হোমিওপ্যাথিতে কোন প্যাটেন্ট, সিরাপ, ভিটামিন নেই। রুগীদের জ্ঞাতার্থে বলতে চাই - যে সব হোমিও ডাক্তার একসাথে প্যাটেন্ট, সিরাপ, অ্যালোপ্যাথি ও ইউনানী ব্যবহার করে তাদের পরিত্যাগ করুন; দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝুন; ক্ষতি হয়ে যাবার পর বুঝে লাভ নেই সতর্ক আগেই হন। এসব নোংরা হোমিওপ্যাথদের থেকে ঔষুধ খেয়ে এখন প্রায় প্রতিদিন ৪/৫ জন শরীর ফোলা রুগী চেম্বারে আসছে, তাদের দেখলেই কষ্ট হয়;এমবিবিএস ডাক্তারেরা যেসব ঔষধ ৭ দিন বা ১৪ দিন দেয়; এসব নোংরা হোমিওপ্যাথি ডাক্তারেরা ১ বছর ২ বছর কন্টিনিউ খাওয়াচ্ছে, ক্ষতির পরিমাণ চিন্তা করুন! রুগী হয়ত দু এক ডোজেই ভালো হয়ে যেত কিন্তু এসব ঔষুধের কারণে সারাজীবনের রুগী হয়ে যাচ্ছে; এসব অহরহ দেখছি। আমেরিকান ন্যাশনাল লাইব্রেরী ও মেডিসিন এর সাইন্টিফিক লিটারেচারে প্রকাশিত আর্টিকেল অনুযায়ী ৬৯ % মেডিসিনের ১০ থেকে ১০০ ধরনের ক্ষতিকর সাইড ইফেক্ট রয়েছে, ২২% মেডিসিনের ১০০ ধরনের উপরে ক্ষতিকর সাইড ইফেক্ট রয়েছে, শুধুমাত্র ৯ % মেডিসিনের ১০ ধরনের নিচে ক্ষতিকর সাইড ইফেক্ট রয়েছে।এসব ক্ষতির কারণে- না পারবেন বেঁচে থাকতে না পারবেন মরতে! চির রুগী হয়ে গেলে পৃথিবীর সব সূত্রই মিথ্যা প্রমাণিত হবে, কোথাও কোন আনন্দ নেই!! আল্লাহ সহায় হউন।

No comments:

Post a Comment

Homeopathic medicine Carbo Veg

Carbo vegetabilis (Carbo veg) is a homeopathic remedy made from vegetable charcoal, particularly derived from the carbonized remains of pl...